নিজস্ব প্রতিবেদক: ‘যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈতনিক কর্মচারী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছে । রোববার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ট্যাবলেট উদ্ধার হয়েছে। আটক আল আমিন ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার এলাকার বজলুর রহমানের ছেলে।’
‘যশোর শহরের মোল্যাপাড়া এলাকার রাজা শেখের ছেলে বাদশা শেখ জানান, আল আমিন সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখে উপস্থিত লোকজনকে বলা হয়। এ সময় জনতা তাকে ধরার পর তিনি নিজেকে হাসপাতালের অবৈতনিক কর্মচারী বলে পরিচয় দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছ থেকে ৬০ পিস ইসোমিপ্রাজল ও ৪০ পিস প্যারাসিটামল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’
‘এই বিষয়ে অবৈতনিক আল আমিন জানান, আরেকজন অবৈতনিক ওষুধগুলো তার কাছে দিয়েছিলেন। এগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন।’
‘হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আল আমিনকে জনতা আটক করে পুলিশ বক্সে নিয়ে আসেন। তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’
‘হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু জানান, সরকারি ওষুধসহ আটক আল আমিন জরুরি বিভাগে কাজ করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’