নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ফেক আইডিতে ছবি ব্যবহার করার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী নারী এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, ঢাকা নবাবগঞ্জের বিলপল্লী গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও ঢাকা মিরপুর শাহ আলী রোডের সি-ব্লকের ২৪ নম্বর বাসার বাসিন্দা রাকিব আহমেদ এবং দক্ষিণ কেরানিগঞ্জের ১২ বন্দর ডাকপাড়ার নাসির সরদারের জামাই জামিল হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী লেখাপড়ার সুবাদে ঢাকায় বসবাস করতো। লেখাপাড়ার পাশাপাশি খণ্ডকালিন চাকরি করতেন। চাকরির সুবাদে আসামিদের সাথে পরিচয় হয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় আসামিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে গালিগালাজ ও নোংরা কথাবার্তা বলত। একপর্যায়ে আসামিরা ওই নারীর ছবি দিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে তাতে নোংরা ছবি পোস্ট করে তাকে হেয় করছে। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।