Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলার রায়েন্দা বাজারে সিসি ফুটেজে দুই দোকানে চুরির দৃশ্য

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:১৮:৪৫ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:  শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের প্রাণকেন্দ্রে ভোরে ২টি দোকানের শার্টার ভেঙে চুরি হয়েছে । এসময় চোরা ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল রায়েন্দা  বাজার শেরে বাংলা রোডের ফোর  ব্রাদার্স স্টোর  ও আইডিয়াল মার্কেটের বুশরা পর্দা গ্যালারিতে।

বাজার কমিটির ও ভুক্তভোগীর  সুত্রে জানা যায়,শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের শেরেবাংলার রোডে ভোরে এক চোর ফোর ব্রাদার্সের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে  লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ওই দোকান চুরির আধাঘন্টা পর একই ব্যক্তি ছয়টা বিশ মিনিটে শরণখোলা  আইডিয়াল স্কুলের সামনে  বুশরা পর্দা গ্যালারির শাটার ভেঙ্গে একই কায়দায় ভিতরে প্রবেশ করে দোকানের প্রায় ৬০টি থ্রি পিস ও কিছু নগদ টাকা নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। বিষয়টি শেরেবাংলা রোডের এক ব্যক্তির দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যায় চোর সার্টারের তালা লাগানো অংশটি লোহার ভারী বস্তু দিয়ে ভেঙে ফেলে এবং অভিনব কায়দায় চুরি করে। সূর্যোদয়ের আগ মুহূর্তে প্রকাশ্যে রায়েন্দা বাজারে এধনের চুরির ঘটনায় বাজারের  ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে রান্দা বাজার ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান বাবুল বলেন অনেক বড় বাজার দুইজন মাত্র পাহারাদার। তাছাড়া ফজরের নামাজের পর এই ধরনের চুরি কখনোই রায়েন্দা বাজারে ঘটেনি তাই বিষয়টি নতুন করে ভাবতে হবে এবং পাহারাদারের সংখ্যা বাড়াতে হবে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, সিসি ফুটেজ পাওয়া গেছে চোর ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)