Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে শিক্ষক সমিতির ভবন উদ্বোধন

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৬:৪১:২০ এম

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভবনের ৩য় তলা উদ্বোধন হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা সদর চালনায় সমিতির কার্যালয় চত্বরে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবনের নব-নির্মিত অংশ উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশিষ কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ গোলাম রহমান, বেবী কয়াল ও ডরথী পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষকনেতা আদিত্য নারায়ন সরদার, জি এম শহিদুৃল্লাহ, মোঃ মহিবুর রহমান শেখ, অশোক কুমার মন্ডল, চিন্ময় কুমার, পিযুষ কুমার মজুমদার, সমারেশ কুমার, এস এম রমজান আলী, আঃ হান্নান সানা, শিকদার মনিরুজ্জামান, জি এম কাউয়ুম হোসেন ডালিম, অমিয় কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সুকল্যান রায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)