মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় সোমবার সকাল ১০ টায় জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে পানগুছি কনভেনশন সেন্টারে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড ওই গণশুনানীর আয়োজন করা হয়।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল-বিরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার, মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো. সেলিম মিয়া, মাস্টার আসাদুজ্জামান, মাষ্টার সমির রঞ্জন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবু ছালেহ, যুবনেতা লোকমান হোসেন বয়াতী প্রমুখ।