রূপসা প্রতিনিধি : রূপসায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে ৩০ অবৈধ চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও রূপসা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্ত্তী। তাছাড়া পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় রূপসা উপজেলার ইলাহিপুর, মবিনবাগ এবং চরশ্রীরামপুর এলাকার বিভিন্ন মালিকের নামে বেনামে ৩০ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তবে জব্দ করা হয় কাঠ এবং কয়লা। জব্দকৃত কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন অবৈধ চুল্লীর মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক বা জরিমানা করা সম্ভব না হলেও পরিবেশ ধ্বংসকারী ৩০ কয়লা চুল্লী গুড়িয়ে দিয়েছে। কারণ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ উপায়ে কয়লা তৈরির সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাটির চুল্লিতে দীর্ঘদিন ধরে একটি মহল কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করে আসছিল। এতে চুল্লির ধোয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি নষ্ট হয় ক্ষেতের ফসল। এমন খবর পেয়ে অবৈধ চুল্লিগুলো বন্ধ করতে অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তীর নিকট জানতে চাইলে তিনি বলেন কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির বিষয়ে জানতে পেরে তা ধ্বংস করতে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে জড়িত কাউকে পাওয়া না গেলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস করতে সক্ষম হয়েছি