দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর পদোন্নতির কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরেয় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস এর সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফ হোসেন, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার সোহাগ হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মাহফুজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের প্রধানরা