দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলার নির্বাহী প্রশাসনের উদ্যোগে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
দিঘলিয়া উপজেলার সামাজিক সংগঠন আলোর মিছিল, দিঘলিয়া উন্নয়ন সংস্থা, কবি কৃষ্ণ চন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক, দিঘলিয়া পরিচ্ছন্ন সংস্থা, ভ্রাম্রগাতী ব্লাড ব্যাংক এর সদস্য বৃন্দ বিভিন্ন প্রজাতির দুই হাজার ছোট ছোট গাছের চারা উপজেলা প্রশাসনের নিকট থেকে গ্রহণ করে।
সামাজিক সংগঠনের সদস্যরা গাছগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মন্দির ও সড়কের দুই পাশে রোপণ করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, বৃক্ষের চারা গুলো শুধু রোপণ করলে হবে না, পরিচর্যা করতে হবে।