দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় সোনালী অতীত ক্লাব আয়োজিত খান জহিরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া সোনালী অতীত ক্লাবের সভাপতি খান টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম আকরামের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৯ জুলাই শুক্রবার বিকাল ৪টায় দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে ফূটবল টুর্নামেন্টের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। খান জহিরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মোঃ আসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, জহিরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবেন খুলনা যশোরসহ বিভিন্ন অঞ্চালের ফুটবল টিম ও ক্লাব।