Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দিঘলিয়ায় এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫২:৫৬ পিএম

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনী কমিউনিটি সেন্টারে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টি, আঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা যুব সংহতির সিনিয়র সহ সভাপতি এস এম এরশাদুজ্জামান ডলার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)