দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : দিঘলিয়া থানার এএসআই শাহিদুল ইসলাম খুলনা জেলা পুলিশের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে দুইটি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে পৌঁছে দিয়েছেন। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামের মোঃ আয়ুব আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামের (৩১) ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেলে তিনি স্বশরীরে দিঘলিয়া থানায় এসে জিডি করেন। যার নম্বর ৬৪৭। অপরদিকে লাখোহাটি গ্রামের মোঃ সিদ্দিক মল্লিকের পুত্র মোঃ রাকিব মল্লিকের (২৫) মোবাইল হারিয়ে গেলে দিঘলিয়া থানায় জিডি করেন। মোবাইলের জিডির তদন্তকারী অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিদুল ইসলাম, খুলনা জেলা পুলিশের তথ্যপ্রযুক্তির সহায়তায় বাগেরহাট জেলার ফকিরহাট থানা ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা হতে উদ্ধারপূর্বক দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার গ্রাহকদের নিকট হস্তান্তর করেন।