Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দিঘলিয়ায় ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা, বন্ধ ঘোষণা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:২৩:০০ পিএম

 

দিঘলিয়া (খুলনা)  প্রতিনিধি:  খুলনা জেলা দিঘলিয়া উপজেলার সেনহাটি পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি। অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করায়  গঠিত তদন্ত কমিটি সত্যতা পেয়ে রিপোর্ট দাখিলের পর  খুলনা সিভিল সার্জন পত্র মারফত সতর্ক করলেও কাজ হয়নি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটির নিয়ম নীতি না মেনে অবৈধ কার্যক্রম করেই যাচ্ছে। অবশেষে সোমবার  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস ক্লিনিকের বিভিন্ন অনিয়ম ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি  না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা এবং ডায়গনস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন,  সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়ে এবং ডায়গনিক সেন্টারটির অনুমতি না থাকায়  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা এবং ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)