দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সেনহাটিতে গ্রামীণ সুবিধাবঞ্চিত দৈনন্দিন সমস্যা সমাধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ( ১১ জুন) বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, উপজেলা তথ্য সহকারী নুসরাত জাহান ও লুৎফুন্নেছা।