দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: সাসটেইনেবল কোস্টার এন্ড ফিশারীজ প্রকল্পের আওতায় এক কর্মশালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। এ কর্মশালায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া মঞ্জুরুল ইসলাম দিঘলিয়া উপজেলা চিংড়ি চাষের অগ্রগতি ও সমস্যা তুলে ধরেন।
দিঘলিয়া উপজেলার ১১ ক্লাস্টারের সদস্য চিংড়ি চাষিরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।