নিজস্ব প্রতিবেদক: যশোরে শুক্রবার সকালে জামায়াতসহ ১০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটের জন্য হ্যাঁ’র পক্ষে ভোট দিতে প্রচার-প্রচারনা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। এতে সমন্বয়ক হিসেবে জামায়াতে ইসলামির অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দীকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাসুম বিল্লাহ যুগ্ম সমন্বয়ক এবং সদস্য হিসেবে এনসিপি’র নুরুজ্জামান, খেলাফত মজলিসের হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির রেজাউল করিম ও এবি পার্টির অধ্যক্ষ ইয়ামিনুর রহমানকে মনোনীত করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সুন্দর একটি বাংলাদেশ গড়তে হলে সকলে ঐক্যবব্ধ হয়ে ভোটের মাঠে নামতে হবে। চাঁদাবাজি, দখলদারি, মাদক ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে ১০ দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন যশোর-৩ আসনে ১০ দল সমর্থীত ও জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি বেলায়েত হোসেন, এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামান, এবিপার্টির জেলা আহ্বায়ক এয়ামিনুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা প্রচার সম্পাদক শাহানুদ্দীন বিশ্বাস, দপ্তর সম্পাদক নুর-ই-আলী নূর মামুন, শিক্ষা সম্পাদক হাশিম রেজা প্রমুখ।