নিজস্ব প্রতিবেদক: যশোরে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মারুফ হোসেন (২১) নামে এক যুবককে পিস্তল ঠেকিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় আরও এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শহরের চার খাম্বার মোড়ে এই ঘটনা ঘটে।আটক প্রধান অভিযুক্ত মাহফুজুর রশিদ অর্ক শহরের মনিহার ফলপট্টি এলাকার পাপ্পার ছেলে। এ ঘটনায় মারুফের খালা বেজপাড়া পিয়ারী মোহন রোডের বাসিন্দা রুমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার অন্য পলাতক আসামি সানি মনিহার ফলপট্টি এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, মারুফ কাজীপাড়া থেকে রিকশাযোগে বেজপাড়ার বাড়িতে ফিরছিলেন। চার খাম্বার মোড়ে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে অর্ক ও সানিসহ ৩/৪ জন সন্ত্রাসী তার গতি রোধ করে। প্রথমে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরে চাকু দিয়ে তার বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়েও তাকে জখম করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে মনিহার মোড় এলাকা থেকে প্রধান অভিযুক্ত অর্ককে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক অর্ককে কারাগারে পাঠানোর আদেশ দেন।