Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে টেকনো এক্সক্লুসিভ ব্র্যান্ড শপ জে আর ইলেকট্রনিক্স’র উদ্বোধন

এখন সময়: শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, ০১:৩৯:০২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের চিত্রা মোড়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টেকনো এক্সক্লুসিভ ব্র?্যান্ড শপ ‘জে আর ইলেকট্রনিক্স এন্ড মোবাইল মিডিয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে শপটির শুভ উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। ?উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন-প্রযুক্তির এই যুগে টেকনোর মতো গ্লোবাল ব্র?্যান্ডের এক্সক্লুসিভ শপ যশোরে চালু হওয়ায় গ্রাহকরা সরাসরি মানসম্মত পণ্য ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে পারবেন। এটি যশোরের মোবাইল বাজারে একটি নতুন মাত্রা যোগ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল হাসান আজাদ,যশোর ইলেকট্রনিক্স মার্কেটের সভাপতি মঙ্গল শিকদার ও সাধারণ সম্পাদক । যশোর ইলেকট্রনিকস মালিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর নান্নু চাকলাদার, সাজিদ ওয়াসের মালিক এস এম সাজিদ, মোবাইল প্লাজার মালিক জাকির হোসেন পলাশ, ব্যবসায়ী আদনান ডলার , সিনিয়র সিটিজেন অঞ্জু খাতুন, আবু তাহির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যশোর জেলার শীর্ষস্থানীয় মোবাইল ব্যবসায়ীবৃন্দ। টেকনো ব্র?্যান্ডের সিএসএম ও এএসএম। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল হাসান আজাদ জানান- গ্রাহকদের সন্তুষ্টি ও বিশ্বস্ততা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিরা শপটি ঘুরে দেখেন এবং নতুন মডেলের টেকনো ফোনগুলোর প্রশংসা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)