ক্রীড়া প্রতিবেদক: শুক্রবার ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে যশোর জেলা দল। প্রথম সেমিফাইনালে যশোর ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করে সাতক্ষীরা জেলা দলকে। মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে সাতক্ষীরা জেলা দল। ৩০ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান করে তারা। এ রানের মধ্যে রোহান আহমেদ ২৮, তানভীর হাসান ২২ ও নাফিজ আনজুম ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। যশোর জেলা দলের আফিফ হাসন ২২ রান দিয়ে ৩ টি এবং সোহেব ইসলাম,সাগর রায় ও আসাদুল্লাহ প্রত্যেকে ২ টি উইকেট পান। জবাবে, ৪১ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয় পায় যশোর জেলা দল। দলের পক্ষে রবিউল ইসলাম অপরাজিত ২৯, আসাদুল্লাহ ১৬, আশফাকুজ্জামান জীম ১৪ ও মাসফি রহমান ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। সাতক্ষীরা জেলা দলের আজনাত ও বান্না উভয়ে ২ টি করে উইকেট পান। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনাল এবং ২৬ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের খুলনা বিভাগীয় পর্যায়ের সর্বশেষ চার আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো যশোর। বেশিরভাগ সময় সাতক্ষীরার কাছে হেরে বিদায় নেয় তারা। সেই সাতক্ষীরাকে শুক্রবার চার উইকেটে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করলো যশোর জেলা দল।