Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ই-ব্লকে চুরি ছিনতাই রোধে জরুরি সভা, নৈশপ্রহরী নিয়োগের সিদ্ধান্ত

এখন সময়: শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, ১২:২২:০১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর ই-ব্লক এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকাসক্তদের উপদ্রবসহ অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহল্লার নিরাপত্তা জোরদার করতে শুক্রবার বিকেলে উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘অনির্বাণ সংঘ ও নাগরিক সুরক্ষা কমিটি’র আয়োজনে এক জরুরি সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাগরিক সুরক্ষা কমিটির সভাপতি রকিব মোস্তফা। সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য চুরি ও মাদকের বিস্তার অত্যন্ত অকল্যাণকর। মহল্লাকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে নৈশপ্রহরী ব্যবস্থা চালু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সংহতি প্রকাশ করেন উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তুহিন হোসেন। তিনি অপরাধ দমনে এলাকাবাসীর এই সচেতনতাকে সাধুবাদ জানান এবং পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সিনিয়র সিটিজেন মো. কামরুজ্জামান, শামীম আহমেদ, কামাল উদ্দীন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান বাবুল, সজল অধিকারী ও মশিয়ার রহমান। এছাড়া সভায় বিভিন্ন সিকিউরিটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে পেশাদার নিরাপত্তার বিষয়ে পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত এলাকাবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, অতি দ্রুতই প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগের মাধ্যমে মহল্লার প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)