নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে এক গরু ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। বাড়ির মালিক গরু ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার সময় ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় আস্ত্র ও লোহার রড নিয়ে বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখায়। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতরা ঘরের আলমারী ও বাক্স ভেঙ্গে নগত ২ লাখ ৬৭ হাজার টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতির সময় আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা আমাদের কয়েকজনকে মারধরও করে বলে জানান বাড়ির পরিবারের সদস্যরা। এলাকাবাসী জানান, ডাকাতদল পালিয়ে গেলে বাড়ির মালিক গরু ব্যবসায়ী শহিদুল ইসলাম বাড়ির লোকজন চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।