Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে এসএসসির ফরমপূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা

এখন সময়: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬, ০২:২১:০২ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণ শুরু হয়েছে। ফরমপূরণে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড থেকে ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। এর চেয়ে বেশি টাকা নিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন সাক্ষরিত চিঠির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। বোর্ড সূত্র জানায়, এসএসসি পরীক্ষার্থীরা আজ শনিবার ১০ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরমপূরণ করতে পারবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ১১ জানুয়ারি। এ সময়ের মধ্যে যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারবে না তারা ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিলম্বসহ অনলাইনে ফরমপূরণ করতে পারবে। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। ফরমপূরণের জন্য শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখার ফরমপূরণের ফি ২ হাজার ৪৩৫ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা, কেন্দ্র ফি ৫১৫ টাকা। মানবিক ও ব্যবসায়ী শাখার ফরম পুরণের ফি ২ হাজার ৩১৫ টাকা। এর মধ্যে এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা, কেন্দ্র ফি ৪৮৫ টাকা। ফরম পূরণের সময় নিয়মিত পরীক্ষার ফি পত্র প্রতি ১২৫ টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পরীক্ষার্থী প্রতি ৮০ টাকা, মূল সনদ ফি পরীক্ষাথী প্রতি ১৫০ টাকা, বয় স্কাউট পরীক্ষার্থী প্রতি ২৫ টাকা, গার্লস গাইড ফি পরীক্ষার্থী প্রতি ১৫ টাকা। অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে মোটেও পরীক্ষায় অংশগ্রহণ করেনি, অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়মিত পরীক্ষার্থীদের মতো নির্ধারিত টাকা দিতে হবে। এসব পরীক্ষার্থীদের শুধু মাত্র রেজি: নবায়ন ফি ২০২০-২০২১ সালের রেজিস্ট্রেশনধারীদের জন্য প্রযোজ্য ২০০ টাকা ও বার্ষিক ক্রীড়া এফিলিয়েশন ফি (শিক্ষা প্রতিষ্ঠান প্রতি) ২০০ টাকা জমা দিতে হবে। এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীসহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই পরীক্ষার্থী প্রতি চারশত টাকা। এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীসহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা আছে পরীক্ষার্থী প্রতি ৪৫০ টাকা। এসএসসি পরীক্ষার ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি (অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষকদের জন্য) পত্র প্রতি দশ টাকা। ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও আনুষঙ্গিক কর্মসম্পাদনের পর পরই কেন্দ্রসচিব ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি পাঁচ টাকা এবং বহিঃপরীক্ষককে উত্তরপত্র প্রতি পাঁচ টাকা হারে সম্মানী বা পারিশ্রমিক পরিশোধ করবেন। উল্লেখ্য, এ বিষয়ে বোর্ড টিএ,ডিএ বা উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোন প্রকার সম্মানী প্রদান করবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ব্যবহারিক ফি ২৫ টাকা হবে, যার বিভাজন কেন্দ্র সাত টাকা এবং প্রতিষ্ঠান আট টাকা হারে প্রাপ্ত হবে। বিলম্ব ফি: পরীক্ষার্থী প্রতি ১০০টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বর-২০২৫ পর্যন্ত পরিশোধ করতে হবে। কোন পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশনচার্জ নেয়া যাবে না। এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফির অতিরিক্ত ফি কোনোভাবেই আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) আমিনুল ইসলাম জানান, যদি কোন বিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত পরীক্ষার ফি নেয়ার অভিযোগ পাওয়া যায়। তাহলে ওই প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হবে। সেই সাথে নির্ধারিত ফিসের সাথে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়ার ব্যবস্থা নেয়া হবে। আর আগের পরীক্ষার ফরম পূরণের সময় একই ব্যবস্থা নেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)