Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় প্রতিবন্ধী চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

এখন সময়: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬, ০২:২০:৫১ পিএম

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় এক প্রতিবন্ধী চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চুকনগর-যশোর সড়কে নরনিয়া এলাকাস্থ মডেল মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, চুকনগর বাজার থেকে আঠারোমাইলে যাওয়ার জন্য এক ব্যক্তি ইজিবাইকটি রিজার্ভ করে। মডেল মহিলা মাদ্রাসার সামনে তাদের আরো দু’জন লোক আছে, তাদেরকে নিয়ে আঠারোমাইল যেতে হবে। সেই মোতাবেক প্রতিবন্ধী ইজিবাইক চালক মিলন শেখ (৩০) মডেল মাদ্রাসার সামনে থেকে দুই যাত্রীকে ইজিবাইকে উঠায়। বাইকটি কালভার্টের উপরে উঠেলেই পেছন থেকে চালকের মুখে রুমাল ধরে অজ্ঞান করে চালককে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে যশোরেরে দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। ৩ ঘন্টা পর স্বাভাবিক হলে সে ঘটনার বিষয় পরিবারকে জানায়। মিলন মাগুরাঘোনা গ্রামের হতদরিদ্র ওসমান শেখের প্রতিবন্ধী ছেলে। ৪ মাস আগে তার একটি ইজিবাইক চুরি হয়। এরপর ঋণগ্রস্থ হয়ে কিস্তিতে সবেমাত্র ৩ মাস হয়েছে এ ইজিবাইকটি তিনি ক্রয় করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)