কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামের নেভি লেফটেন্যান্ট কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার ছাদের সিড়ির টিন খুলে ঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী নেভি লেফটেন্যান্ট নাজমুস সাকিব বর্তমানে সুদান জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত রয়েছেন। তার বাসাটি কালীগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত (৪ জানুয়ারি) রাতে চুরির ঘটনা ঘটলেও বিষয়টি জানা যায় ৮ জানুয়ারি রাত ৯টায়। নেভি কর্মকর্তা সাকিবের মামা সাংবাদিক রেজাউল ইসলাম থানাতে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ভাগ্নে নাজমুস সাকিব বিদেশে অবস্থান করছে। তার মা রাবেয়া খাতুন বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করায় গ্রামের বাড়িতেই থাকেন। সাকিবের স্ত্রী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। এছাড়া বাসার নিচতলায় কোনো ভাড়াটিয়া বা বসবাসকারী না থাকায় সুযোগে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা বাসা থেকে টেলিভিশন, মাইক্রোওভেন ও কাপড়চোপড় সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সিসি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।