Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এখন সময়: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬, ০৮:০৯:০৯ এম

‎মোংলা প্রতিনিধি: ‎মোংলায় ট্রেনের নিচে চাপা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে। ‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বেনাপোল মোংলা কমিউটার একটি যাত্রীবাহী ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ‎মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।‎

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)