নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে জখম হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাহিদিয়া গ্রামের আব্দুল গনির স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও ছেলে আল আমিন (২৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মাহিদিয়া গ্রামের আবুল সরদারের ছেলে আক্কাস সরদার তার ছেলে সুমন ও স্ত্রী রাশিদা হামলা চালিয়ে ফাতেমা ও আল আমিনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত মা ছেলের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।