নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কার্যালয়ে শুক্রবার বিকালে জেলার আট দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার আমির মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির যশোর জেলা সভাপতি নিজামুদ্দিন অমিত, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিনিধি রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন যশোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন দলের যৌথ উদ্যোগ শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।