প্রেসবিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বেলা ১২টায় হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ-এর আহ্বানে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলায় ১৪ জানুয়ারি বুধবার কর্মবিরতি পালনের আহ্বান জানিয়ে এক প্রচার মিছিল পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ-এর আহ্বায়ক কামাল পারভেজ বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগ্রাম কমিটির যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন ও তাইজেল ইসলাম প্রমুখ।