পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার মোঃ আব্দুল গফুর গাজী ফুসফুসের অসুস্থায় ঠিকমত হাঁটা চলা করতে পারছে না। চরম শ্বাসকষ্টে ভুগছেন। তার বাম পাশের ফুসফুসে অপারেশন করার পর এবার ডান পাশের ফুসফুস আক্রান্ত হয়েছে। তাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
জানা গেছে, পাইকগাছার গড়ুইখালী ইউনিয়ানের হোগলা চক গ্রামের ভাটা শ্রমিক মোঃ উজির আলী গাজীর পুত্র মোঃ আব্দুল গফুর গাজী (৩০)। ঢাকায় তার বাম পাশের ফুসফুসের অপারেশন করা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।ডাক্তার জানিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজন। যে টাকা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা আদৌ সম্ভব না। হতদরিদ্র পিতা ভাটা থেকে পাঠানো টাকায় তার চিকিৎসা চলছে। তার শ্বাসকষ্টের জন্য অক্সিজেনের খুব প্রয়োজন। তাই মোঃ আব্দুল গফুর গাজী কে বাঁচাতে তার দরিদ্র পরিবার সমাজের বিত্তবানদের নিকট সাহায্য চেয়েছেন। গফুরকে বাঁচাতে এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ মোবাইল নং ০১৭২৫০২৪৯১৭।