Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ

এখন সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর , ২০২৫, ১১:২২:১৮ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে । সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-(এমআইপিস) প্রকল্পের আওতায় ফরেইন,কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিওর অর্থায়নে ১১ ডিসেম্বর ২০২৫ বৃহ:স্পতিবার সকালে আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সংলাপ অনুষ্ঠিত হয়। যশোর অঞ্চলের প্যান সমন্বয়কারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসিফ উদ্দীন।
এছাড়া উপস্থিত যশোর জেলার ইমাম সমিতির সভাপতি মো: জাকির হোসেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মো: নাজমুল হুদা, দি হাঙ্গার প্রজেক্ট এর মনিটরিং ইভালুয়েশন ও রিসার্স এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ সায়েদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান, একাউন্ট অফিসার অধিশ দাশ ও কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ ।
সভাটি সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সংলাপে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর অঞ্চলের প্যান এর সমন্বয়কারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম। সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ ও ঘোষণাপত্র বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম। সংলাপে যশোর অঞ্চলের চারটি জেলার নয়টি উপজেলার বাঘারপাড়া, কেশবপুর, অভয়নগর, মণিরামপুর, কুষ্টিয়া সদর, ঝিনাইদহ সদর, গাঙনি, মেহেরপুর ও মুজিবনগর উপজেলার পিএফজি এবং ওয়াইপিএজি সদস্য, ইয়ুথ এনডিং হাঙ্গার এর সদস্য, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও দি হাঙ্গার প্রজেক্টের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)