নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল লটারীর মাধ্যমে যশোরের তিন সরকারি স্কুলে ৫৭৩ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৫৭১ শিক্ষার্থী। স্কুল তিনটি হচ্ছে জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার প্রকাশিত লটারীর ফলাফলে এ তথ্য জানা গেছে।
স্কুল সূত্র জানায়, অনলাইনে ভর্তির আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয় ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। সরকারি তনি স্কুলে ৫৭৩ আসনের বিপরীতে আবেদন করে ৯ হাজার ৫৪২ । । এর মধ্যে জিলা স্কুল ৩য় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ২১৭ আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ হাজার ৭০। ভর্তির সুযোগ পেয়েছে ২১৫ ছাত্র। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৪ আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ হাজার ২২০। ভর্তির সুযোগ পেয়েছে ২১৪ ছাত্রী। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ৩য, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণিতে ১৪২ আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ হাজার ২৫২। ভর্তির সুযোগ পেয়েছে ১৪২ শিক্ষার্থী।