কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন-বিগত দিনের মত আর নির্বাচন হবে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কেউ শৃংখলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ট নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কঠোর ভূমিকায় অবতীর্ণ হবেন। বৃহস্পতিবার বেলা ১২টায় ঝিনাইদহের কালীগঞ্জে সরকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও দুর্নীতি বিরোধী এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময়ে জেলা প্রশাসক আরো বলেন- এ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তাকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন থেমে না থাকে। এসব কাজে কোন অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মাদক প্রতিরোধ ও আইনশৃংখলা উন্নয়নে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ গ্রহনে সবসময় প্রস্তুত বলে জানান তিনি।
মতবিনিময়ের শুরুতেই পরিচিতি পর্ব শেষে এ উপজেলার সার্বিক চিত্র স্লাইডে প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এরপর অত্র উপজেলার সার্বিক বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার নবাগত ওসি জেল্লাল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুরশিদাজামান বেল্টু, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম রবি, মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন, গণঅধিকার পরিষদ নেতা ইকবাল জাহিদ রাজন, সাংবাদিক জামির হোসেন, হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল খাসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।