নিজস্ব প্রতিবেদক : যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শোয়াইব হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টায় ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শোয়াইব সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ জানায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারির মারামারির একটি মামলায় শোয়াইবকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করে আদালত। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। মামলার বাদী শামসুর রহমান জানান, মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি তাকে লাঠি-রড দিয়ে মারধর করা হয়। মামলায় অন্য আসামিরা খালাস পেলেও শোয়াইব দোষী সাব্যস্ত হন। তার রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয়; তিনি এনসিপির নিয়োজিত নেতা না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠক হিসেবে কাজ করতেন।