Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় প্রতিবন্ধী শিশু বলাৎকারের অভিযোগে আসামি গ্রেফতার

এখন সময়: শনিবার, ১৩ ডিসেম্বর , ২০২৫, ০৪:১৪:০৭ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শালিখা থানার ধনেশ্বরগাতী ইউনিয়নের দেবীলা গ্রামের মানসিক প্রতিবন্ধী ছেলেকে বলাৎকারের অভিযোগে একই এলাকার আনিসুর মোল্লার ছেলে অনিক মোল্লা (১৬) কে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শালিখা থানার পুলিশের টিম অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেন। আসামিকে শিশু আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রোহানের পরিবার জানায়, গত ৮ ডিসেম্বর বিকাল ৪ টার সময় শিশুটি তার বাড়ির পাশে দেবীলার মাঠে খেলা করছিল। এ সময় তার প্রতিবেশী অনিক মোল্লা তাকে ফুসলিয়ে মাঠের পাশে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। পরিবারের সদস্যরা তাকে রাত ৮ টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, ‘বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পরেই রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টার পরে আসামিকে গ্রেফতার করা হয়। আসামিকে শিশু আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)