মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তালিকাভূক্ত ২২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সদর থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাগুরা সদর থানার একাধিক টিম সোমবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত, মাদক উদ্ধার সংক্রান্ত ও নিয়মিত মামলায় মোট ২২ জন আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের নিয়মিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।