নিজস্ব প্রতিবেদক : খুলনার ৮ হত্যাসহ ১২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে আটক করেছে যশোরের র্যাব। রোববার রাতে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সূত্রে তারা সংবাদ পান যে- খুলনার অন্যতম আসামি পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ তার লোকজন নিয়ে যশোরের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে আমাদের একটি টিম সেখানে গিয়ে তাকে আটক করে। তাকে তিনি আরও জানিয়েছেন, চিংড়ি পলাশ মূলত চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসতো। খুলনা ও আশেপাশের জেলার ঘের থেকে সে চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২ টি মামলা আছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮ টি হত্যা মামলা আছে। এছাড়া মাদক, মারামারি, চাঁদাবাজি, বিস্ফোরকসহ অনেক মামলা আছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর স্ত্রীসহ পলাশ নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক হয়েছিল পলাশ। দীর্ঘ কারা ভোগের পর পলাশ মাস চারেক আগে জামিনে বেরিয়ে এসে ফের চাঁদাবাজি শুরু করে।