Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে সাংবাদিক ওবাইদুল হকের পিতার মৃত্যু, শোক

এখন সময়: শনিবার, ১৩ ডিসেম্বর , ২০২৫, ০৮:২৭:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ওবাইদুল হকের পিতা মিজানুর রহমান মাস্টার বার্ধক্য জনিত কারণে শুক্রবার বিকালে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্ন..........রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক ওবাইদুল হকের পিতা মিজানুর রহমান মাস্টার ভাষানপোতা আমিননগর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য,শিক্ষানুরাগী এবং সমাজসেবক ছিলেন।
পরে শুক্রবার সন্ধ্যায় মিজানুর রহমান মাষ্টারের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় নেপার আন্তঃ ইউনিয়ন দাখিল মাদ্রাসা মাঠে ও পরে রাত ৮টায় ভাষানপোতা আমিননগর দাখিল মাদ্রাসা মাঠে মিজানুর রহমান মাস্টারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ওবাইদুল হকের পিতা মিজানুর রহমান মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সহ সভাপতি তরফদার তৌফিক মাহামুদ বিপু,সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ শাহাজামান মোহন, জেলা বিএনপির সদস্য অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক লোকসমাজ পত্রিকার মহেশপুর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মাই টিভি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি সরোয়ার হোসেন, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রুপান্তর পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান রিপন,সাধারণ সম্পাদক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি আব্দুস সেলিম, সাংবাদিক অসীম মোদক, আব্দুর রহিম, আব্দুল মালেক,আব্দুল কাদের, আশরাফুল ইসলাম আলম,নাসির উদ্দীন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)