ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কাজী আজহার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এতে সভাপতিত্ব করেন শেখ তৈয়বুর রহমান।
এ সময় টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়, সাধারণ সম্পাদক মামুন ফকির, সহসভাপতি তানভীর ইসলাম লিমন, সদস্য শেখ মুশফিকুজ্জামান রিপন, ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ সৈয়দ আলী রবি ফকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নৈহাটী সান স্পোটিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে খুলনা টাইগার ক্লাবকে হারায়। খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সহযোগী ছিলেন সুমন রাজু ও জসিম। খেলায় দেশী-বিদেশি খেলোয়াড়দের খেলা দেখে দর্শকরা মুগ্ধ হন। খেলায় আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, এ ধরনের খেলায় সমাজ সুন্দর হবে, ছেলে-মেয়েদের শারীরিক গঠন সুন্দর হবে এবং মানসিক বিকাশ সুন্দর হবে।