Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ০৪:১১:৪১ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের বাসিন্দা সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সেখ আলী আহম্মেদের সহধর্মিণী বাগেরহাটের সংরক্ষিত আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেড়টার দিকে আট্টাকা ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে আট্টাকা জামে মসজিদের পাশে অবস্থিত স্বামীর কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন হয়। তার জানাযা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ২৫ জানুয়ারি-২০০৯ থেকে ২৪ জানুয়ারি-২০১৪ পর্যন্ত ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)