Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে জেলেদের মাঝে ছাগল বিতরণ

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ০৪:০৭:৪৭ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে ছাগল, খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসব জেলের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ১০জন সুফলভোগী প্রান্তিক জেলেকে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ ও কমলেশ দাশসহ অন্যান্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)