ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে নেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের চত্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খামারি, উদ্যোক্তাদের ৩০টি স্টল অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার শুখ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, ফকিরহাট দুগ্ধ শীতলীকরণ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো: আনিচুর রহমান, ভিএফএ সুকান্ত মন্ডল, এলএফএ রেজাউল হাসানসহ অন্যান্যরা। এসময় অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।
খামারী ও উদ্যোক্তরা জানান, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার মাধ্যমে তারা তাদের পশু-পাখিগুলো প্রদর্শন করতে পারে। এতে তাদের এর পশু-পাখি পালনের প্রতি আরো উৎসাহ বেড়ে যায়। তারা বিভিন্ন দেশী-বিদেশী পাখিসহ বিভিন্ন জাতের গরু ছাগল নিয়ে আসনের এই প্রদর্শনীতে।