Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সদর

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০১:০৭:২৮ এম

ক্রীড়া প্রতিবেদক : গ্রুপ পর্বের খেলা শেষে রোববার যশোরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে সদর উপজেলা দল। বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সদর ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে মণিরামপুর উপজেলা দলকে। এ জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠলো সদর দল। সদর উপজেলা দলের হাসান ম্যাচের ২ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন মণিরামপুর উপজেলা দলের অধিনায়ক কিংকর। ম্যাচের ২ মিনিটের মাথায় কর্ণার কিক নেন বাপ্পি। তার নেওয়া কর্নার কিক ছোট ডি বক্সের মধ্যে থেকে হেড দেন বিদেশি খেলোয়াড় সিদ্দিক। রক্ষণভাগের দু’জন খেলোয়াড়কে বোকা বানিয়ে বলটি গোললাইনের কাছাকাছি চলে আসে। তা থেকে আলতো ছোয়ায় গোল করেন হাসান। যশোর সদর উপজেলা দল এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধ শেষ হয় যশোর সদর উপজেলা ১-০ গোলে অগ্রগামী থাকা অবস্থায়। বিরতি থেকে ফিরে দু’দলের খেলোয়াড়দের খুব বেশি আক্রমণে যেতে অনীহা ভাব দেখা যায়। তবে ম্যাচের শেষ দিকে ব্যবধান এগিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা য়ায় সদরের খেলোয়াড়দের। এসময় সমতায় ফেরার জন্য চেষ্টা করে মণিরামপুরের খেলোয়াড়রা। কিন্তু কেউ আর গোল করতে পারেনি। কাল মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চৌগাছা ও অভয়নগর উপজেলা দল। এ খেলার জয়ী দল আগামী ২০ নভেম্বর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সদর উপজেলা দলের। চ্যাম্পিয়ন দলের ২ লাখ ও রানার্স আপ দলকে দেড় লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে এ টুর্নামেন্ট। জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)