ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চৌগাছা উপজেলা দল। বৃহস্পতিবার স্থানীয় শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চৌগাছা উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে কেশবপুর উপজেলা দলকে। চৌগাছা উপজেলা দলের মেজে ম্যাচের ১৮ মিনিটে ও ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন শুভ। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের মেজে। ম্যাচের ১৮ মিনিটে বড় ডি বক্সের কিছুটা দুর থেকে জীমের ক্রসে ছোট ডি বক্সের মাথায় থাকা মেজের কাছে আসে। সেই বলে হেডে কেশবপুরের গোলরক্ষক শুভদীপ মন্ডলের ডানদিক দিয়ে জালে জড়িয়ে দেন। গোলরক্ষক অবশ্য ঝাঁপিয়ে পড়ে বলকে নিজের নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করলেও কোন লাভ হয়নি। বল ছিলো তার নাগালের বাইরে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চৌগাছার খেলোয়াড়রা। বিরতি থেকে ফিরে গোল সমতায় ফেরার জন্য আক্রমনের পর আক্রমন গড়ে কেশবপুরের খেলোয়াড়রা। অন্যদিকে লিড ধরে রাখার জন্য কিছুটা রক্ষনাত্বক ভূমিকায় ছিল চৌগাছার খেলোয়াড়রা। ম্যাচের ৫৪ মিনিটে চৌগাছা দ্বিতীয় গোলের দেখা পায়। বড় ডি বক্সের মাথা থেকে সতীর্থ মেজের দেয়া বল পেয়ে প্লেসিং শটে গোল করেন শুভ। এরপরও কেশবপুরের খেলোয়াড়রা সমতার স্বপ্ন নিয়ে বেশ কয়েকটি আক্রমন গড়ে। কিন্তু চৌগাছার রক্ষনভাগ ও গোলরক্ষকের দক্ষতার কারনে তাদের আর গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ের পাশাপাশি সেমিফাইনালের ওঠার আনন্দে মাঠ ছাড়ে চৌগাছা উপজেলার খেলোয়াড়রা। কাল ১৫ নভেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা দল।