Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০৬:১৫:২৩ পিএম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীকে মরহুম সৈয়দ গোলাম মাহাবুব আলী এককালীন বৃত্তি ও সম্মাননা দেয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির  ৮৭ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ৫ কর্মচারীকে ৪ লাখ ৭০ হাজার নগদ অর্থ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগমের সভাপতিত্ব এতে সম্মানিত অতিথি ছিলেন সৈয়দ মাহাবুব আলীর (পূর্ব পাকিস্তানের সাবেক চীফ ইলেকশন কমিশনার) ছেলে আমেরিকা প্রবাসী সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, উপজেলা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সমাজসেবক মীর রফিকুল ইসলাম বিল্লু, ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক ইমাম হুসাইন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহা: আব্দুল্লাহ ও সোহেল রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা এএলএম বদিউজ্জামান, সাবেক সেতু কর্মকর্তা সৈয়দ মারুফ হোসেন মাহফুজ, সমাজ সেবক সৈয়দ হারুন অর রশিদ হিরু, বিদ্যালয়ের সভাপতি শেখ তানভরি ইসলাম লিমন, কাজী শাহানশাহ্ মিথুন।

সহকারী শিক্ষক সবুজ দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী মহিমা সরকার মুমু, রাহুল বিশ্বাস প্রমুখ।  

আমেরিকা প্রবাসী সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)