Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় আইসক্রিম ফ্যাক্টরিতে লাখ টাকা জরিমানা

এখন সময়: শুক্রবার, ২৪ অক্টোবর , ২০২৫, ০২:১৩:৫১ এম

 

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শিশু খাদ্য তৈরির অপরাধে চৌগাছার কমলা আইক্রিম ফ্যাক্টরী থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এ জরিামানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার চৌগাছা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কমলা আইসক্রিম ফ্যাক্টরী পরিদর্শনকালে দেখতে পাওয়া যায় ফাক্টরীতে বিপুল পরিমাণ ইন্ডাষ্ট্রি রং এবং কেমিক্যাল দিয়ে অনুমোদনহীন আইসক্রিম তৈরি করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমতি ছাড়া বিভিন্ন কোম্পানীর আইসক্রিম ও  প্রাণ আরএফএল কোম্পানীর রোবো আইসক্রিম নকল তৈরি করছে ফ্যাক্টরীতে। তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। উৎপাদিত পণ্যে  কোন দাম, উৎপাদনের তারিখ   ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর  ৪৩ ও ৫১ ধারায় কোম্পানী থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে নির্দেশনা দেয়া  হয়েছে এখন থেকে সেখানে কোনো প্রকার অবৈধ পণ্য ও শিশু খাদ্য তৈরি করতে পারবে না।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)