Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন  সম্ভব নয় : ডিসি

এখন সময়: শুক্রবার, ২৪ অক্টোবর , ২০২৫, ০২:১০:২৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পর্যায়ের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির  সাথে মতবিনিময় সভা  বৃহস্পতিবার কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সফল ফরইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্বে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার যশোর অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার ড. নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম অতিথিদের সামনে উপস্থাপনের মাধ্যমে জানান এই প্রকল্পের আওতায় যশোরে মোট ২৩টি খাল ও ২টি জলাশয় পুনঃখনন করা হয়েছে । যার দৈর্ঘ্য২৬.০৪ কি.মি। স্থানীয় কমিউনিটিকে যুক্ত করে ২৪টি মাইক্রো-ওয়াটার সেড কমিটি ও ২৭২ টি পানি ব্যবহারকারী দল গঠন করা হয়েছে। যেখানে মোট সদস্য সংখ্যা ২৭,১৩৬ জন, এর মধ্যে ৪৯ শতাংশ নারী। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও সুশাসন বিষয়ে ৬০ ব্যাচ প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি খাল রক্ষণাবেক্ষণের জন্য ১০ লাখ ৫০ হাজার ৩৫৫ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতার সমস্যা ৫০বছরের পুরনো। এক সাথে এগিয়ে এলে এসমস্যা সমাধান সম্ভব। সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন  সম্ভব নয়। সবার সামর্থ্য একত্রিত হলে সামগ্রীক সক্ষমতা বাড়বে এবং মানুষের ভোগান্তি কমবে। তিনি আরো বলেন খাল বিভিন্ন জায়গার জলাবদ্ধতার পানি সেচ করে নিষ্কাশন করা হয়। সেই পানিগুলো খালে মধ্যে দিয়ে মাচ চাষ করা হবে। যারা নদী ও খাল ভরাট করে ব্যবস্থা প্রতিষ্ঠান করছে।  এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিলে দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোশাররফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,  মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী গাজী, পানি কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, অভয়নগরের শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর জহুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় উপস্থাপনা করেন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

সভায় বক্তারা জানান, খালখনন ও কমিউনিটির দ্বারা পরিচালনার ফলে কৃষক ও মৎস্য চাষিরা সরাসরি উপকৃত হচ্ছেন। আগে ফসল বহন করতে হতো কষ্ট করে, এখন নৌকায় সহজে বহন সম্ভব হচ্ছে। জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে ধান, সবজি ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ইতিবাচক প্রভাব পড়ছে।

মাছচাষি সদস্যরা বলেন, অতিরিক্ত বৃষ্টির ফলে জলাবদ্ধতায় দীর্ঘদিন ভুগলেও খাল খননের পর পরিস্থিতির উন্নতি হয়েছে। দীর্ঘদিন পর আবার মাছ চাষে তারা সফল হচ্ছেন। তাদের মতে, বড় খাল গুলো পুনঃখনন করা গেলে সুফল আরো বিস্তৃত হবে। কৃষক সদস্যরা জানান, খাল খননের ফলে সবজি উৎপাদন বৃদ্ধি  পেয়েছে। তারা স্থানীয় যোগাযোগের সুবিধার্থে একটি ছোট ব্রিজ বা কালভার্ট নির্মাণের দাবি জানান।

সভায় সুপারিশ করা হয়- বড় খাল খননের পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য বাজেট রাখা, ইউনিয়ন ভিত্তিক সমন্বিত খাল খনন কার্যক্রম গ্রহণ, কচুরিপানা ভাসমান কৃষি ও জৈব সার হিসেবে ব্যবহার এবং রাসায়নিক সার ব্যতীত ফসল উৎপাদনকে উৎসাহিত করা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)