Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক উৎসব

এখন সময়: সোমবার, ১৬ জুন , ২০২৫, ১২:৪০:১৭ পিএম

খুলনা প্রতিনিধি : বিডিবিও-বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা আঞ্চলিক পর্ব শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০টি জেলার ৪৫০ জন শিক্ষার্থী ওই উৎসবে অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার টিকিট পেয়েছে ১০০ জন শিক্ষার্থী।
সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এরপর চারুকলা স্কুলের আঙিনায় প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা খুঁজে নেয় অন্যরকম আনন্দ। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. কাজী মো. দিদারুল ইসলাম, প্রফেসর ড. মো. সাইফুজ্জামান এবং প্রফেসর ড. সাঈদা রেহানা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। এ অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করেন ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থী মিজান মিয়ার তত্ত্বাবধানে বিজিই এবং ফার্মেসী ডিসিপ্লিনের মোট ৫৫ জন শিক্ষার্থী এনজাইম হিসেবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কাজ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)