Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ফতেপুরে মহিলা সমাবেশ

শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় : নার্গিস বেগম

এখন সময়: শনিবার, ১৩ ডিসেম্বর , ২০২৫, ০৮:৩০:৫১ এম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইকে শানিত করেছিলো। দীর্ঘ ১৭ বছর হত্যা,গুম, জেল, জুুলুমকে উপেক্ষা করে বিএনপির প্রতিটি নেতাকর্মীর সেই লড়াইয়ে অংশ নিয়ে আগ্নেয়গিরির মতো একটি অবস্থানে পৌঁছে দিয়েছিল। যার বিস্ফোরণে হয়েছিল গেল জুলাই-আগস্টে। সেই বিস্ফোরণে দীর্ঘ ১৭ বছরের অবৈধ শাসনের অবসানের পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
শুক্রবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান রয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মহিলারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে মহিলারা যার যার অবস্থান থেকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। ফতেপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লুৎফুন নাহার মিনুর সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)