প্রেস বিজ্ঞপ্তি: সংবাদ প্রকাশের কারণে যশোর সাংবাদিক ইউনিয়ন’র (জেইউজে) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানানোর অধিকার এবং সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র সেইসব নিয়ম নীতির তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এ জন্য নেতৃবৃন্দ অবিলম্বে এই দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের আহ্বান জানিয়েছেন।