নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস স্কেলে বেতন-ভাতার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন যশোর আদালতের কর্মচারীরা।
সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই শতাধিক কর্মচারী অংশ নেন।
কর্মবিরতি পালন কালে যশোরের জিপি আব্দুল মোহায়মেন সংহতি প্রকাশ করে বলেন, আদালতের কর্মচারীদের দাবিদাওয়া যেন আদায় হয়। আপনারা যেন জয়যুক্ত হন। বর্তমান সরকারের কাছে আদালতের কর্মচারীদের দাবিদাওয়া মেনে নেয়ার আহবান জানিয়েছেন তিনি।
বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মোনায়েম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম, সহসভাপতি নরোত্তম বর্মন, সাংগঠনিক সম্পাদক মোজ্জফ্ফর হোসেন, জুয়েল রানা, টিপু সুলতান, সুব্রদীপ মীত্র, মনোজ চাক্রবর্তী, মুক্তার হোসেন, কামরুজ্জামান, আবু তাহের, শাহেল আহম্মেদ লিমন, কামাল হোসেন, ইকবাল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।