অভয়নগর (যশোর) প্রতিনিধি: এগারো বছর বয়সে হরমন সমস্যার কারণে দুটো চোখই অন্ধ হয়ে গেছে মাদরাসার ছাত্র সাকিবুল হাসান সাকিব এর। স্থানীয় ও জেলা শহরের সরকারি-বেসরকারি হাসপাতালে করানো হয়েছে চিকিৎসা। কিন্তু মেলেনি সুফল। এ অবস্থায় শিশু সাকিবকে চিকিৎসা করাতে দেশের বাইরে ভারতে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সাকিব অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা সরকারি কবরস্থানের পাশে দরিদ্র ভ্যানচালক সামাদ শেখের ছেলে। একমাত্র পুত্র সন্তানের চিকিৎসার জন্য জমানো টাকা জমিসহ স্বর্ণালংকার বিক্রি করে পরিবারটি এখন সর্বস্বান্ত। সাকিবের চিকিৎসার জন্য এখন প্রয়োজন ৯ লাখ টাকা।
সাকিবের পিতা সামাদ শেখ বলেন, ৭ বছর বয়সে সাকিবকে নওয়াপাড়া পৌর গোরস্তান নূরানী মাদরাসায় ভর্তি করা হয়। সাত পারা পর্যন্ত কোরআন পড়া শেষ হলে তার চোখের সমস্যা দেখা দেয়। প্রায় ৮ মাস মাদারাসায় যেতে পারেনা সাকিব। হঠাৎ করে আট মাস আগে দুটো চোখ অন্ধ হয়ে গেছে। খুলনা চক্ষু হাসপাতালে পরীক্ষার পরে চিকিৎসক জানান সাকিব হরমন জনিত রোগে আক্রান্ত। চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরার্মশ দেয়। পরবর্তিতে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে গেলে চিকিৎসক তাকে ভারত নেয়ার পরামর্শ দেয়।
সাকিবের মা চায়না বেগম বলেন, আমার ছেলের চিকিৎসার জন্য ৯ লাখ টাকা প্রয়োজন। আমার স্বামী একজন ভ্যান চালক। আমরা এত টাকা কোথায় পাবো। একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট মানবিক সাহায্যের আবেদন জানাই। কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন, আমরা অসহায় দরিদ্র আমাদের একমাত্র ছেলে সাকিবের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। চিকিৎসায় মানবিক সাহায্যের জন যোগাযোগ করুন পিতা সামাদ শেখ ০১৭৫৭৮৫২৪৪১ (বিকাশ)।